কাজ কাকে বলে? কাজের প্রকারভেদ এবং কাজের একক কি?

আমাদের আজকের প্রধান আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাজ কাকে বলে। আমরা আজকে জানবো কাজ কাকে বলে, কাজের প্রকারভেদ৷ আশা করছি এই লিখাটি থেকে আপনারা সকলে উপকৃত হবেন।

কাজ কাকে বলে?

সাধারন ভাবে বলতে গেলে কোনো কিছু করাকেই কাজ বলা হয়ে থাকে। যেমন: গাড়ি চালানো, রান্নাবান্না করা, পড়াশুনা করা ইত্যাদি সব কিছুকেই কাজ বলা যায়৷

তবে যদি পদার্থবিজ্ঞানের দিক থেকে বিবেচনা করা হয়ে থাকে তবে কাজের সঙ্গা টি কিছুটা ভিন্ন ধরনের।

অর্থ্যাৎ, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটির সরণ ঘটে তবে তাকে কাজ বলে।

যদি বল প্রয়োগের মাধ্যমে বস্তুর সরণ না ঘটে তবে কোনো কাজের সম্পন্ন হবে না৷ কেবলমাত্র সরণ ঘটলেই কাজ করা হবে।

তাহলে বলা যেতে পারে যে, বল ও বলের দিকে সরণের গুনফল কে বলা হয়ে থাকে কাজ।

সুতরাং,

কাজ= বল× সরণ

যেখানে,  কাজ=W

      আকর্ষন  বল= F

        সরণ= S

তাহলে,  W= FS

বল কাকে বলে?? বল কত প্রকার ও কি কি?

কাজের প্রকারভেদ সমূহ কি কি? 

কাজকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা:

১। ধনাত্মক বা বলের দ্বারা কাজ।

২। ঋনাত্মক বা বলের বিরুদ্ধে কাজ।

ধনাত্মক কাজ কাকে বলে?

বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের যে গুণফল তাকে বলের দ্বারা / ধনাত্মক কাজ বলে।

ঋণাত্মক কাজ কাকে বলে?

যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তবে সেই বল এবং বলের বিপরীত দিকে সরণের উপাংশের গুণফলকে বলের বিরুদ্ধে / ঋণাত্মককাজ বলে।

শূন্য কাজ কাকে বলে?

বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয়ে থাকে, তবে সেই বলের দ্বারা কোন কাজই সম্পন্ন হয় না, একেই শূন্য কাজ বলা হয়।

কাজের SI একক কি?

যেহেতু, কাজ= বল × সরণ

তাহলে বল এবং সরণের গুণফলই হবে কাজের একক।

আমরা জানি,

বলের একক হলো নিউটন (N)

এবং সরণের একক মিটার (m).

অর্থাৎ , তাহলে কাজের একক হলো নিউটন-মিটার (N-m).

এর অপর একটি নাম  হলো জুল (J).

কাজের মাত্র কি?

কাজের মাত্রা হলো = ML^2T^-2

১ জুল বলতে কি বুঝায়?

কোন বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় যার ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ ঘটে তবে তার সম্পন্ন কাজের পরিমাণকে 1 জুল বলে।

আশা করছি কাজ কাকে বলে? কাজের প্রকারভেদ সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারনা দিতে পেরেছি। লিখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

About Atiq Shahriar

Check Also

জীববিজ্ঞানের শাখা

জীববিজ্ঞানের শাখা কয়টি ও কি কি?

আজকে আমরা জানবো জীববিজ্ঞানের শাখা কয়টি ও কি কি । আমরা আমাদের আজকের আর্টিকেল এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *